অংশগ্রহণের শর্তাবলী:
· অংশগ্রহণ স্বেচ্ছায় এবং বিনামূল্যে
· ফাইনাল অংশগ্রহণকারীদের বাছাই করবে নিউজ18 বাংলা। এক্ষেত্রে নিউজ18 বাংলার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে
· নমিনেট হলে প্রত্যেক পুজো কমিটিকে একটি সঠিক জায়গায় সঠিক মাপের ব্যানার লাগিয়ে তা জানাতে হবে। ব্যানার/ডিসপ্লে মেটিরিয়াল নিউজ18 বাংলার পক্ষ থেকে দেওয়া হবে
· নমিনিদের পারফরম্যান্স বিচার করবেন নিউজ18 বাংলার নির্ধারণ করা বিচারকমণ্ডলী
· নিউজ18 বাংলার বিচারকমণ্ডলীকে মণ্ডপ পরিদর্শন করে আলোকসজ্জা/মণ্ডপের সুরক্ষাব্যবস্থা ঘুরে দেখতে দিতে হবে যে কোনও সময়ে। তার জন্য প্রয়োজনীয় ছাড়পত্রের ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকে
· বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত এবং সকল নমিনিকে তা মানতে হবে
· কোনও ধরনের বিতর্কের ক্ষেত্রে নিউজ18 বাংলা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে
· পুজোর আয়োজকদের বিভিন্ন দফতর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিতে হবে
· যা দেখে বিচার হবে- ১. সেরা মণ্ডপ ২.সেরা প্রতিমা ৩. সেরা পরিবেশ ৪. জুরি’স চয়েস
· নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, ২০২৫