এ বছরের সেরা বারোয়ারি এবং আবাসনের পুজো কোনটি? নির্বাচন করবে নিউজ18 বাংলা। এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় গত বছরের মতো এবারও আপনাদের অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি।

নির্বাচিত মণ্ডপগুলি পরিদর্শন করবেন বিচারকমণ্ডলী। সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পরিবেশ হবে বিচার্য বিষয়। বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যে বিভাগে অংশ নিতে চান ক্লিক করুন *

পুজোর নাম *

প্রতিষ্ঠার বছর *

পুজোর থিম সম্পর্কে জানান *

পুজো কমিটির ঠিকানা, ফোন নম্বর এবং লোকেশন ল্যান্ডমার্ক-সহ

ঠিকানা *

ফোন নম্বর *

গত বছরের কিছু ছবি পাঠান

ছবি আপলোড করুন (Attachment 1) *

ছবি আপলোড করুন (Attachment 2)

অংশগ্রহণের শর্তাবলী:

· অংশগ্রহণ স্বেচ্ছায় এবং বিনামূল্যে

· ফাইনাল অংশগ্রহণকারীদের বাছাই করবে নিউজ18 বাংলা। এক্ষেত্রে নিউজ18 বাংলার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে

· নমিনেট হলে প্রত্যেক পুজো কমিটিকে একটি সঠিক জায়গায় সঠিক মাপের ব্যানার লাগিয়ে তা জানাতে হবে। ব্যানার/ডিসপ্লে মেটিরিয়াল নিউজ18 বাংলার পক্ষ থেকে দেওয়া হবে

· নমিনিদের পারফরম্যান্স বিচার করবেন নিউজ18 বাংলার নির্ধারণ করা বিচারকমণ্ডলী

· নিউজ18 বাংলার বিচারকমণ্ডলীকে মণ্ডপ পরিদর্শন করে আলোকসজ্জা/মণ্ডপের সুরক্ষাব্যবস্থা ঘুরে দেখতে দিতে হবে যে কোনও সময়ে। তার জন্য প্রয়োজনীয় ছাড়পত্রের ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকে

· বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত এবং সকল নমিনিকে তা মানতে হবে

· কোনও ধরনের বিতর্কের ক্ষেত্রে নিউজ18 বাংলা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

· পুজোর আয়োজকদের বিভিন্ন দফতর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিতে হবে

· যা দেখে বিচার হবে- ১. সেরা মণ্ডপ ২.সেরা প্রতিমা ৩. সেরা পরিবেশ ৪. জুরি’স চয়েস

· নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, ২০২৫